বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নদে এল বান
শিব ঠাকুরের বিয়ে হবে
তিনকন্যা দান ।
এককন্যা রাঁধেন বাড়েন
এককন্যায় খান
আরেক কন্যা না খেয়ে
বাপের বাড়ি যান ।
ঘুম পাড়ানি মাসি পিসি
ঘুম পাড়ানি মাসি পিসি
মোদের বাড়ি এসো
খাট নাই ,পালঙ্গ নাই
খোকার চোখে বোসো ।
বাটা ভরা পান দেবো
গাল ভরে খেয়ো
খোকার চোখে ঘুম নাই
ঘুম দিয়ে যেয়ো ।
আয় আয় চাঁদমামা
আয় আয় চাঁদমামা
টিপ দিয়ে যা ।
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ।
মাছ কাটলে মুড়ো দিব
ধান ভাঙলে কুঁড়ো দিব
কালো গরুর দুধ দিব
দুধ খাওয়ার বাটি দিব
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ।
বাক বাকম পায়রা
বাক বাকম পায়রা
মাথায় দিয়ে তায়রা
বৌ সাজবে কালকি
চড়বে সোনার পালকি ।
দোল দোল দুলুনি
দোল দোল দুলুনি
রাঙা মাথায় চিরুনী
বর আসবে এখুনি
নিয়ে যাবে তখুনি
ছেলে ঘুমালো পাড়া জুড়ালো
বর্গী এলো দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দিবো কিসে?
নোটন নোটন পায়রা গুলি
খোকা যাবে শ্বশুর বাড়ি
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে